নাটোরে রইস উদ্দিনের বাড়িতে এলেন চিত্রনায়কা অপু বিশ্বাস

নাটোর প্রতিনিধি
গত কোরবানির ঈদে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করে জাল টাকা পেয়ে প্রতারিত সেই বৃদ্ধ রইস উদ্দিনের বাড়িতে আসেন জনপ্রিয় চিত্রনায়কা অপু বিশ্বাস।

মঙ্গলবার(১৯ আগষ্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামে ওই বৃদ্ধ রইসের বাড়িতে আসেন অপু বিশ্বাস।
এসময় অপু বিশ্বাসের সঙ্গে তার ভাই ছিলেন।

এর আগে গত ২৫ জুলাই বৃদ্ধ রইস উদ্দিন অভিনেত্রী অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় ওমরাহ পালনে যান।

আজ মঙ্গলবার অপুর ফেসবুক আইডি থেকে একটি লাইভ করা হয় যেখানে অপু বিশ্বাসকে রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তার সঙ্গে বেশ কয়েকজন লোকজনকে দেখা গেছে। রইস উদ্দিনকেও দেখা যায় অপু বিশ্বাসকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যেতে। আশেপাশের মানুষজনও অপু বিশ্বাসকে দেখতে ভিড় জমায়।

লাইভের ক্যাপশনে অপু লিখেছেন, ‘রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।’ অপুর সেই লাইভে তার ভক্ত অনুরাগীরা অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন।

বৃদ্ধ রইস উদ্দিন বলেন, এত বড় অভিনেত্রী আমাকে দেখতে আমার বাড়িতে এসেছেন। অনেক ভালো লেগেছে। তিনি আমার এবং পরিবারের খোঁজ-খবর নিয়েছেন। তার টাকায় আমি হজ্ব করে এসেছি। আল্লাহপাক তাকে ভালো রাখুক।

উল্লেখ্য, গত কোরবানির ঈদে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি হাটে কোরবানির গরু বিক্রি করে ১ লাখ ২৩ হাজার জাল টাকা পেয়ে প্রতারিত হন নাটোরের সিংড়া উপজেলার কৃষক রইস উদ্দিন। হাটে কান্নায় ভেঙ্গে পড়েন কৃষক রইস। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে চিত্রনায়কা অপু বিশ্বাসের। পরে তিনি ওই বৃদ্ধকে ওমরাহ করার যাবতীয় খরচ বহন করেন। এবং তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা সহযোগীতা পান।