নাটোরে খেলনা পিস্তল ঠেকিয়ে যুবককে অপহরণ চেষ্টা: গ্রেফতার ২

নাটোর প্রতিনিধি
নাটোর শহরের কানাইখালী এলাকায় ইমরান নামে এক যুবককে প্রাইভেটকারে অপহরণ চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ একটি খেলনা পিস্তল জব্দ করে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের কানাইখালি এলাকায় এ ঘটনা ঘটে।
আজ রোববার(২৪ আগষ্ট) সকালে গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ওয়াদুদ হোসেন শিহাব এবং গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের দুলু মিঞার ছেলে মো. রাব্বানী।
পুলিশ জানান, ফেসবুক পেজ থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করা নিয়ে ভুক্তভোগী ইমরানের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে এক বন্ধুর মাধ্যমে ইমরানকে বড় হরিশপুর বাস কাউন্টারে ডেকে আনে আসামিরা। পরে কৌশলে তাকে প্রাইভেটকারে তুলে মাথায় পিস্তল ঠেকিয়ে স্টেশন এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে গাড়িটি শহরের কানাইখালি এলাকায় পৌঁছালে ইমরানের চিৎকারে স্থানীয়রা প্রাইভেটকারটি আটকায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুইজন আটক করে। এসময় দুইজন পালিয়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুরর রহমান নিশ্চিত করে আমাদের সময়কে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল জব্দ করে। এ ঘটনায় মামলা দায়েরে করা হয়েছে। জড়িত পলাতক আরও দুই আসামিকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। সকালে গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।