গণপিটুনিতে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে নাটোরে মানববন্ধন

নাটোর প্রতিনিধি
রংপুরে তারাগঞ্জ উপজেলার বুড়িরহাটে ভ্যান চুরির অপবাদে গণপিটুনিতে নিহত রূপলাল রবিদাস (৪০) ও প্রদীপ রবিদাসকে (৩৫) হত্যার প্রতিবাদে বিচারের দাবীতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৪ আগষ্ট) দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের আয়োজিত কর্মসূচী পালন শেষে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রংপুরে মিথ্যা চুরির অপবাদে আমাদের দুই ভাইকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো আসামিরা গ্রেফতার হয়নি। অতি দ্রুত জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার দাবী করছি। সেই সঙ্গে ভূক্তভোগী পরিবারকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অনুরোধ করছি।
এসময় মানববন্ধনে নাটোর জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম’র সভাপতি এ্যাড. ফারহানা পারভীনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন- অ্যাডভোকেসি প্লাটফর্মের সহ-সভাপতি প্রদীপ লাকড়া, জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলার সভাপতি নরেশ চন্দ্র উরাঁও, সাংগঠনিক সম্পাদক অর্জুন তেলী, রবিদাস ফোরামের সভাপতি বিঞ্চু রবিদাসসহ অনেকে।