নাটোরে বাউয়েট শিক্ষারীদের বিক্ষোভ ও মানববন্ধন

নাটোর প্রতিনিধি
ঢাকায় বুয়েট শিক্ষার্থীরদের উপর পুলিশি হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দয়ারামপুর বাজারে এসে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থীরা প্রকৌশল শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও দাবির সাথে সংহতি জানিয়ে বক্তব্য দেন।

শিক্ষার্থীরা বলেন, তিন দফা দাবিতে ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। সেইসাথে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

এসময় বক্তারা আরও বলেন, যে কোটার বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা প্রাণ দিলো আবারও ডিপ্লোমাদের সেই কোটার বিরুদ্ধে আমাদের কথা বলছে হচ্ছে। আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক। চলমান সংকট সমাধানে প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায্য দাবিগুলো দ্রুত পূরণ করা জরুরি।