চলনবিলে পর্যটকের নৌকায় গাঁজা ও মদ জব্দ: দুইজনের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
নাটোর চলনবিলে ঘুরতে আসা পর্যটকের নৌকায় গাঁজা ও মদ রাখা এবং মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। এসময় উচ্চ মাত্রার সাউন্ড সিস্টেমের ৬টি বক্স জব্দ করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে গুরুদাসপুর উপজেলার বিলশা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার বিলশা চলনবিল এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় চলনবিলে ঘুরতে আসা একটি পর্যটকের নৌকায় অভিযান চালানো হয়। এতে নৌকায় গাঁজা ও মদ রাখা এবং সেবনের দায়ে দুই যুবককে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় নৌকায় উচ্চ মাত্রার গান বাজানোর জন্য ৬টি বক্স জব্দ করে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, একটি নৌকায় অভিযান চালিয়ে গাঁজা ও মদসহ উচ্চ শব্দের ৬টি সাউন্ড বক্স জব্দ করা হয়। মাদক সেবনের দায়ে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়।