নাটোর চিনিকলে ২০২৫-২৬ আখ রোপণ মৌসুমের উদ্ধোধন

নাটোর প্রতিনিধি
নাটোর চিনিকলের ২০২৫-২৬ রোপন মৌসুমে আখ রোপণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর মিলগেট সাবর্জোনের বারঘড়িয়া এলাকায় আখচাষী সুজন ৫০ একর জমির বেড়ে চারা স্থাপন করা হয়।
ভাচুয়ালে আখ রোপন কার্যক্রমের উদ্ধোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান রশিদুল হাসান।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক
কৃষিবিদ মো. আখলাছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের যুগ্ম সচিব ও পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান।
এসময় নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক জিএম (প্রশাসন) আনোয়ার হোসেন,
জিএম (কৃষি) ফেরদৌসুল আলম, চিনিকলের ডিজিএম ফারুক আহমেদ, উপব্যবস্থাপক (সম্প্রসারণ) মো. আতাউর রহমান, নাটোর চিনিকলের ডিজিএম (সিপি) নজরুল ইসলাম, নাটোর চিনিকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ আখ চাষী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এবার চলতি রোপণ মৌসুমে নাটোরে ৮টি সাবর্জোনে ৯৭ ইউনিটে ৮ হাজার ৫০০ একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।