নাটোরে হাসপাতাল নিজ কক্ষ থেকে ডাক্তারের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
নাটোরে বেসরকারি একটি হাসপাতালের নিজ কক্ষ থেকে ডা. মো. আমিনুর ইসলামের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকার জনসেবা হাসপাতালে তার নিজ কক্ষে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন ও কেন্দ্রীয় বিএনপির নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনিজনসেবা হাসপাতালের স্বত্ত্বাধিকারী ও জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
হাসপাতালের স্টাফরা জানান, সকালে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল ডাক্তার আমিনুর ইসলামের। তিনি যথা সময়ে ঘুম থেকে না উঠায় হাসপাতালের এক স্টাফ ডাক্তার আমিনুলকে নিজ কক্ষের দরজায় গিয়ে ডাকাডাকি করেন। এতে তার কোনো সাড়া শব্দ না পেলে বিষয়টি তিনি হাসপাতালের অন্য স্টাফদের জানান। পরে রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গলা কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এসময় বিষয়টি দ্রুত পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। প্রাথমিক ভাবে ধারণা করছি, এটা একটি হত্যাকান্ড। পুলিশ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। হত্যার প্রকৃত রহস্যউদঘাটনে টিম কাজ শুরু করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।