নলডাঙ্গায় হালতিবিলে নৌকা ডুবে জেলের মৃত্যু

নাটোর প্রতিনিধি
নাটোরের হালতিবিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে মো. আল আমিন হোসেন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এসময় নৌকায় থাকা দুই জেলে জয়তুন মৃধা (৫২) ও আব্দুর রহমান (৩০) সাঁতরে পাড়ে উঠেন।
সোমবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন সিংড়া উপজেলার ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে বাসিন্দা। তিনি একজন পেশায় মৎস্যজীবী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে প্রতিদিনের মতো একটি ছোট নৌকা নিয়ে
হালতি বিলে মাছ ধরতে যান। হালতি বিলের মোহনপুর এলাকায় থাকা অবস্থান হঠৎ আকস্মিকভাবে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি। এতে বিলের পানিতে ডুবে যায় নৌকা। এ সময় জয়তুন মৃধা ও আব্দুর রহমান নামে অপর দুইজন জেলে সাঁতরে পাড়ে উঠলেও আল আমিন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে রাত থেকেই স্থানীয় লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আমিনের মরদেহ উদ্ধার করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।