জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নাটোরে ডায়রিয়া রোগীদের চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান

নাটোর প্রতিনিধি
নাটোরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ডায়রিয়া রোগীদের চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে জিয়াউর রহমানের ফাউন্ডেশনের আয়োজনে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- নাটোর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মুক্তাদির আরেফিন, জিয়াুর রহমান ফাউন্ডেশনের টিম লিডার ও সদস্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ডাঃ গালিব হাসান,ডাঃ রেদোয়ান ফেরদৌস, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম সহ বিএনপির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের যে কোন ক্রান্তি লগ্নে সব সময় দেশের পাশে থেকে তারই প্রেক্ষিতে আজ নাটোর নাটোরে ডাইরিয় আক্রান্ত রোগীদের পাশে ঔষুধ ও চিকিৎসা সেবা নিয়ে দাড়িয়েছি।