সিংড়ায় শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান

সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়ায় মাওলানা আবু বকর শেরকোলী এমপি ফাউন্ডেশনের আয়োজনে মেধা বৃত্তি প্রদান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা জামায়াত কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পরিচালনায় এই বৃত্তি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা শিবিরের সেক্রেটারি আল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নাটোর জেলা সভাপতি জাহিদ হাসান, ফাউন্ডেশনের সেক্রেটারি মহাতাব উদ্দিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আফসার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর মেয়র পদপ্রার্থী ও পৌর আমীর মাওলানা সাদরুল উলা, উপজেলা সেক্রেটারি অধ্যাপক এন্তাজ আলী, পৌর সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, নাটোর জেলা শিবিরের সাবেক সভাপতি মীর কুতুবুল আলম, উপজেলা শিবিরের সভাপতি ইমরান ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মেধাক্রম অনুযায়ী ১০জনকে বৃত্তির ১ম কিস্তি তাদের অভিভাবকদের উপস্থিতিতে হস্তান্তর করা হয়।