সিংড়ায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম জহির।
সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল কাফির সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আবুল হাসান ডাবলু’র সঞ্চালনায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা, সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ হিরাদুল ইসলাম হিরো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মাস্টার প্রমুখ।