নাটোরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
নাটোরে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, নাটোরের মানুষের যানমাল রক্ষা এবং নিরাপত্তা দেওয়া আমি ও আমার ডিপামেন্টের পুলিশ সদস্য প্রতিশ্রুতিবদ্ধ। এ দায়িত্বে পালনে সর্বোচ্চ চেষ্টা করবো। রাষ্ট্র আমাকে যে কাজ দিয়েছে, তা করবো। ধান কাটার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়নি। আইন-শৃংখলা রক্ষার জন্য রাষ্ট্র আমাকে দায়িত্ব দিয়েছেন। সকল মানুষের আইনের নিরাপত্তা নিশ্চিত পুলিশ কাজ করছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজি আহমেদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক এস এম কামাল, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংবাদিক হালিম খান, মামুন, সুফি সান্ট, বুলবুল আহমেদসহ অনেকে।
এসময় উপস্থিত ছিলেন- নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখার, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুর রহমান, পুলিশের গোয়েন্দা শাখার ওসি হাসিবুল্লাহ হাসিবসহ পুলিশের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা নাটোরের আইন-শৃংখলার পরিস্থিতি সম্পর্কে নবাগত পুলিশ সুপারকে অবহিত করেন। এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক-নিদের্শনা মূলক পরামর্শ দেন সাংবাদিকরা।