এন এস কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অফিস ঘেরাও

নিজস্ব প্রতিবেদক
নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল
ইসলামের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অফিস ঘেরাও করেছে। এসময় এক ঘন্টার মধ্য পদত্যাগের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।
মঙ্গলবার(১৩ আগস্ট) দুপুরে কলেজ চত্ত্বরে গিয়ে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
এসময় অধ্যক্ষের পদত্যাগের দাবীতে শিক্ষার্থী এক দফার স্লোগান দিতে দেখা যায়। এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে জড়ো হতে থাকে।
শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় কলেজের শিক্ষার্থীদের বাধা প্রদান, রাজনৈতিক প্রভাব বিস্তার, নানা অনিয়ম ও দূনীতি অভিযোগ করে। এক দফার দাবীতে দ্রুত পদত্যাগ করতে হবে। সেজন্য তাকে ১ ঘন্টার আল্টিমেটার দেওয়া হয়েছে। তিনি পদত্যাগ না করলে আমাদের কর্মসূচী চলবেই।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসকে/প্রতিবেদক