স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার(১২ আগস্ট) রাতে শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, শত শত শিক্ষার্থীদের রক্তক্ষয় ও ত্যাগের বিনিময়ে দ্বিতীয়বার দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। দেশকে নিয়ে যদি কেউ কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করেন তা সয্য করা হবে না। সে যত বড় উপদেষ্টা হোক না কেন। তাকে সেই পদ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন-জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ অনেকে।
এসকে/প্রতিবেদক