শিক্ষার্থীদের আমার স্যালুট- ওমর সানির

বিনোদন ডেস্ক:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি স্যালুট জানালেন চিত্র নায়ক ওমর সানা।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেন, আমার ধারণা ছিল ৮০ সালে যখন তরুণ ছিলাম, আমরাই সাহসী ছিলাম। ৯০-এর গণ আন্দোলনও চোখের সামনে দেখেছি। কিন্তু ২৪-এ আন্দোলন দেখলাম এতে মনে হয়েছে এই জেনারেশন সবচেয়ে বেশি সাহসী। সত্যি বলতে ভেবেছিলাম, এখনকার ছেলে মেয়েরা ঘরকুনো, রাত জাগে, ফেসবুকসহ অনেককিছুতে আসক্ত। ওদের উপর ভরসা ছিল না। কিন্তু শুধু আমার কেন, গোটা দেশের মানুষের ধারণা পাল্টে দিয়ে তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন। এ কারণে ওদের প্রতি আমার স্যালুট।

তিনি আরও বলেন, তাদের জন্য নতুন বাংলাদেশ দেখছি। এই যেন বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ্‌। যে স্বাধীনতা তারা এনেছে সেটা সবাই মিলে রক্ষা করতে হবে।

ওমর সানি সবসময় ভালোর পক্ষে। সামাজিক মাধ্যমে নিয়মিত কথা বলেন অবক্ষয় ও অসঙ্গতি নিয়ে। এরজন্য খেসারতও দিয়ে হয়েছে। এর আগে দ্রব্যমূল্য নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেসময়ের শাসকগোষ্ঠীর চোখ রাঙানির সইতে হয়েছিল।