নাটোরে শীর্ষ সন্ত্রাসী সজিব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে গ্রেফকার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২২ আগস্ট) দুপুরে উপজেলার বনপাড়া বাজার বাইপাস এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেফতাে করা হয়।

গ্রেফতার সজীব নাটোর সদর উপজেলার দত্তপালা এলাকার রাইজুলের ছেলে।

এলাকাবাসী জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে স্থানীয়রা জানতে পারেন রিংকুর বাড়িতে তিনজন সন্ত্রাসী আত্মগোপনে রয়েছে। এসময় তারা তাদের ধরতে ওই বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভিতরে ঢুকে সজীবকে ধরতে পারলেও বাকী দুজন পালিয়ে যায়।
এসময় বাড়ির মালিক পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এরপর সন্ত্রাসী সজীবকে গণপিটুনি নিয়ে পুলিশ ও সেনা সদস্যের কাছে সৌপর্দ করে।

উল্লেখ্য: শীর্ষ সন্ত্রাসী সজীব বেশ কয়েকটি হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, কুপিয়ে জখম সহ একাধিক মামলার রয়েছে।

এসকে/প্রতিবেদক