লালপুর পদ্মা নদীর পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
ভারত ফারাক্কার ১০৯টি গেট খুলে দেওয়ায় নাটোরের লালপুরে পদ্মা নদীতে ২ সেন্টিমিটার পানি বেড়েছে।
সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী জানান, পদ্মানদীর লালপুর অংশে পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। সন্ধ্যা ৬ টার রিডিং অনুযায়ী নাটোরের লালপুর এলাকায় পদ্মা নদীর পানি প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৮ মিটার।
স্থানীয়রা জানান, সোমবার ফারাক্কা বাধের ১০৯টি গেট এক সঙ্গে খুলে দেওয়া নদীতে পানি বাড়তে শুরু করেছে। আর ৫টা ব্লক অতিক্রম করলেই নদী র্তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করবে। পানি বাড়ায় চরাঞ্চলের ফসল ডুবতে শুরু করেছে। পদ্ম নদীর তীরবর্তী বাড়িঘর
প্লাবিত হতে পারে।
এসকে/প্রতিবেদক