নাটোর চিনিকলের আখ রোপন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক:
নাটোর চিনিকলের ২০২৪-২৫ রোপন মৌসুমে আখ রোপন কার্যক্রম শুরু হয়েছে।

রোববার(১ সেপ্টেম্বর) দুপুরে নাটোর মিলগেট সাবর্জোনের বারঘড়িয়া এলাকায় আখচাষী সুজনের ১ একর জমির বেড়ে চারা স্থাপন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সদর দফতেরর প্রধান (সিপিই) মো. গিয়াস উদ্দিন রোপন কার্যক্রমের উদ্ধোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূইয়া, ডিজিএম সম্প্রসারণ আব্দুল কুদ্দুস, ডিজিএম (সিপি) ফারুক আহমেদসহ কর্মকর্তা-কর্মচারী ও চাষীরা অনেকে।

এবার চলতি রোপন মৌসুমে নাটোরে ৮ টি সাবর্জোনে ৯৭ ইউনিটে ১০ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসকে/প্রতিবেদক