সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলায় মোঃ আরিয়ান (৩) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বৃহঃস্পতিবার (৩১অক্টোবর) সন্ধা সাড়ে ছয়টার দিকে উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের কয়াখাস গ্রামে এঘটনা ঘটে।
নিহত শিশু আরিয়ান কয়াখাস গ্রামের আঃ হাকিম (৩২) (সৌদি প্রবাসীর) ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়ির পাশে পুকুরের পানিতে লোকজন ওই শিশুকে দেখে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর লাশটি তাহার নিজ বাড়িতে আছে।