নাটোরে পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সড়কে বিক্ষোভ করেছেন বাদ পড়া আবেদনকারীরা। পরে ঘটনাস্থলে পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এসে বাদ পড়া আন্দোলনকারীদের আশ্বস্ত করে সরিয়ে দেওয়া হয়।

শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে নাটোর পুলিশ লাইন্সের মূল গেটের সামনে বাদ পড়া অন্তত ৩০/৪০ জন আবেদনকারী বিক্ষোভ করেন।

জানা গেছে, নাটোরে কনস্টেবল পদে
৪ হাজার ৪০৭ জন প্রার্থী আবেদন করেন। পুলিশ কনস্টেবল পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয় দিনে নাটোর পুলিশ লাইন্সে যাচাই-বাছাইয়ে বাদ পড়েন অনেক আবেদনকারী। এসময় বিকেল ৫টার দিকে অনিয়মের অভিযোগ এনে নাটোর পুলিশ লাইন্সের মূল গেইটের সামনে সড়কে বাদ পড়া অন্তত ৩০/৪০ জন আবেদনকারী বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ সুপার এসে
পরিস্থিতি স্বাভাবিক করেন।

নাটোরে পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, অনিয়মের কোনো সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম চলছে। বাদ পড়া আবেদনকারীরা রাস্তায় অবস্থান নিলে তাদের আশ্বস্ত করে সরিয়ে দেওয়া হয়। সঠিক নিয়মের মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলছে।