বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস পালন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

শনিবার(২ নভেম্বর)দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্যে রাখেন-উপজেলা সমবায় অফিসার আমজাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ডিপিও আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, সমবায়ী কোরবান আলী, বাবলু রেনেতোষ কোড়াইয়া, আব্দুল মতিন, ওমর ফারুক প্রমুখ।