বাগাতিপাড়ায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় আফরোজা বেগম (২৩) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মমৃত.আফরোজা বেগম ওই এলাকার আশিক হোসেনর স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে পরিবারের সকল সদস্য একসাথে রাতের খাওয়া দাওয়া করে। পরে খাওয়া শেষে স্বামী আশিক বাড়ির পাশের দোকানে চা খেতে যায়। ফিরে এসে শয়ন ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে ডাকাডাকির এক পর্যায়ে দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলতে থাকা অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরিবার ও স্থানীয়দের ধারণা ওই গৃহবধূ তার দুই সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পেরে এবং স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় আবেগে এমনটি করে থাকতে পারেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য আজ সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।