নলডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ছাত্র নিহত, আহত-২

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কায় সান হোসেন (১৭) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলের দুই আরোহী সিয়াম ও সাফা গুরুতর আহত হয়েছেন।
রোববার(২৬ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চরিক সড়কের ত্রিমহনী মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সান হোসেন নলডাঙ্গা উপজেলার ত্রিমহনী এলাকার আনিছুর রহমানের ছেলে এবং বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধার পর মোটরসাইকেল যোগে তিন বন্ধু ব্যাডমিন্টন খেলতে বের হয়। এসময় নাটোর-নওগাঁ আঞ্চরিক সড়কের ত্রিমহনী মোড় এলাকায় পৌছাঁলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজন উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন মৃত ঘোষণা করেন। এসময় মোটরসাইকেলের অপর দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রাজশহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
নলডাঙ্গা থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।