দেশে অন্যতম একটি মডেল নির্বাচন হবে- ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সামনে যে নির্বাচন হবে, তা বাংলাদেশের অন্যতম একটি মডেল নির্বাচন হবে। এ নির্বাচন থেকে আমরা নতুন ভাবে দেশ বিনিমার্ণের সুযোগ পাবো।

সোমবার(২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা প্রশাসকের হলরুমে ভোটার তথ্য সংগ্রহকারি, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার (ইসি) মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন ব্যবস্থাপনার ওপর মানুষের চরম আস্তাহীনতা কাজ করছিল। এমন অবস্থায় দেশের ছাত্র-জনতা রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। একটা ভালো নির্বাচন উপহারের প্রত্যায় নিয়ে আমরা নির্বাচন কমিশন সামনে থেকে নীতিমালা প্রণায়ন ও দিক-নিদের্শনা এবং নেতৃত্ব দিতে পারে। এর বাহিরে মাঠ পর্যায়ে আমরা সকলে মিলে একটি সুষ্ঠু নির্বাচন দিতে দায়বন্ধ।

ইসি বলেন, নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ ও বিতকির্ত হয় তাহলে এর সঙ্গে সংশ্লিষ্ট সবার ভাবমূর্তি ক্ষুন্ন হয়। সেজন্য সবার আগে আমাদের আত্মলম্বী দরকার। নির্বাচন সংশ্লিষ্ট সঙ্গে যারা জড়িত, তাহলে ভাবতে এজন্য আমরা দায়ী। যারা এতদিন ধরে একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছেন, আমরা তাদের কাছে দাবী রাখতে পারি আমাদের সহযোগিতার করার জন্য। ভোট ব্যস্থাপনার সঙ্গে যত ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্যার ভাবমূর্তি পুর্ণউদ্ধারের জন্য সময় এসেছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হুসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী, জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।