নাটোরে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের অভিডোগে ছাত্রদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায়নবিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানা (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সোহেল রানা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং একই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।
বাগাতিপাড়া মডেল থানা পুলিশের কর্মকর্তা (ওসি) রফিবুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতে একজন গ্রেফতার করেছে পুলিশ। আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য: গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১ টার দিকে বাগাতিপাড়া উপজেলার জয়ন্তিপুর এলাকায় বিএনপির নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় ওই বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন খালি খোসা উদ্ধার করে পুলিশ।