নাটোরে যুবলীগ নেতা ধরে পুলিশে দিলো জনতা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলুকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্র-জনতা।

শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গাড়ীখানা মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ডাবলু নাটোর পৌর যুবলীগের সভাপতি এবং শহরের গাড়ীখানা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে জুম্মার নামাজ পড়তে নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলু শহরের গাড়ীখানা মসজিদে যান। এরপর নামাজ শেষে যুবলীগ নেতা বাড়িতে ফেরার পথে তাকে ছাত্র-জনতা ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে করেন। পরে পুলিশ ডাবলুকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, দুপুরে ছাত্র-জনতা তাকে পুলিশে সোপর্দ করে। আব্দুর রাজ্জাক ডাবলুর বিরুদ্ধে জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।