লালপুরে বিএনপির নেতাসহ ৩জন গ্রেফতার: সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন বিএনপির নেতাসহ তিনকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।

শনিবার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে লালপুর থানার সামনে বিক্ষোভ ও মহাসড়কে অবরোধ করে নেতাকর্মীরা।

গ্রেফতারকৃতরা হলেন- লালপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন খাঁ, তার দুই ছেলে ছাত্রদল কর্মী অনিক খাঁ ও ফিরোজ খাঁ।

এর আগে শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার কলোনি গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

পরে বিএনপির নেতাকর্মীরা তাদের মুক্তির দাবীতে থানার সামনে বিক্ষোভ করে। এসময় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক বেঞ্চ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি তদন্ত) মমিনুলজ্জামান বলেন, গতরাতে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। সকালে তাদের মুক্তির দাবিতে সমর্থকরা থানার সামনে এসে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের সড়িয়ে দিলে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। বিষয়টির সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। বর্তমানে যান চলাচলা স্বাভাবিক রয়েছে।