জালিয়াতিকারীকে সনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি
জন প্রশাসন মন্ত্রনালয়ে পাঠানো এক স্মারকলিপিতে ১০ আদিবাসী নেতা-নেত্রীর স্বাক্ষর জালিয়াতিকারীকে সনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন করেছে জাতীয় আদিবাসী পরিষদের নেতাকর্মীরা।

বুধবার দুপুর ১২টার দিকে সংগঠটির নাটোর জেলা শাখার আয়োজনে ইউনাইটেড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল গজাড়।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে বলেন, ২০২৪ সালে ১০ নভেম্বর রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্রনাথ সিং কে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের বিশেষ মনে করে পরিচালক পদে তাকে নিয়োগের প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ওই স্মারকলিপিতে যে ১০ জন আদিবাসী নেতা নেত্রীর নামের স্বাক্ষর দেখানো হয়েছে তা সবটাই জাল। ওই ধরণের স্মারকলিপিতে আমাদের নেতা নেত্রী কখনও স্বাক্ষর করেননি। ওই স্বাক্ষর জাল। এটা এক ধরণের প্রতারণা ও জালিয়াতি। হরেন্দ্রনাথ সিং আমাদের লোক। দীর্ঘদিন ধরে আমাদের সাথে সংগঠন করেছেন তিনি। আমরা কেন তার ক্ষতি চাইব। একটি কুচক্রী মহল বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য এই ধরণের কাজ করছে। এসময় দ্রুত স্বাক্ষর জালিয়াতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জানান তারা।

জন প্রশাসন মন্ত্রনালয়ে দেওয়া স্মারকলিপিতে যে ১০ আদিবাসী নেতার স্বাক্ষর জাল করা হয়েছে তাদের মধ্যে ৪জন সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন। এরা হলেন, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কা, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল গজাড়, নাটোর জেলা শাখার সভাপতি আঁখি পাহান, বাংলাদেশ আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি পরেশ চন্দ্র মাহাতো। এছাড়া, সংবাদ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের আদিবাসী নেতা-নেত্রী উপস্থিত ছিলেন।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্রনাথ সিং জানান, একটি কুচক্রী মহল সরকার আমাকে নিয়োগ দেওয়ার আগে থেকেই চক্রান্ত করে আসছে। তবে এ বিষয়ে অফিসিয়ালি তাকে কোন কিছু জানানো হয়নি।