শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি-দুলু

নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী
অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি। তাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি।
বৃহস্পতিবার(১লা মে ) সকালে শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় মহান মে দিবসে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন,
গত ৫ই আগষ্ট স্বৈরাশাসক ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা পতনের আন্দোলন করতে গিয়ে আমার নাটোরের তিন গামেন্টর্স শ্রমিক সোহেল, রমজান, হৃদয় ঢাকায় অংশগ্রহণ করেন।
সেই আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা তাদের হত্যা করে। আজ তাদের রক্তের বিনিময়ে আমরা কথা বলতে পারছি। তাদের জীবনের বিনিময়ে আজ স্বাধীনতা, তাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি।
বিএনপির দুলু বলেন, দীর্ঘ ১৫ বছর আমার নাটোরের শ্রমিকরা মহান মে দিবস পালন করতে পারিনি। আজকে শ্রমিকের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। শ্রমিকের আন্দোলনের ফলে এশাদের পতন হয়েছে। আমাদের শ্রমিকদের গুলি করে যে স্বৈরাচার হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। তা না হলে আমাদের দেশের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
দুলু আরও বলেন, ফ্যাসিবাদ আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রাম-মহল্লায় ঘুরাঘুরি করতে দেখা যাচ্ছে। যদি পুলিশ তাদের গ্রেফতার না করে তাহলে, তারা জনগণের হাতে গণধোলাই খাবে। যাদের নির্যাতন, অত্যাচারে, গুলিতে, নাটোরের বিএনপির নেতাকর্মীর রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, তাদের দেশের জনগণ ক্ষমতা করবে না।
নাটোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান বুলু সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মো. সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।