বড়াইগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে জোনাইল ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্দ্যোগে
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাটোর-০২
আসনের ২০০৮ ও ২০১৮ সালের বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী, জনপ্রিয় নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি সহ নাটোরের ত্যাগী নেতাকর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি জোনাইল বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জোনাইল বাজারে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন নাসিম,জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক রবিউল ইসলাম সর্দার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,নাটোর জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্দুলাহ আল মামুন লিটন,সাবেক বনপাড়া পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন রাজু,বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম বিপুল,সদস্য সচিব আরিফুল ইসলাম কানন সহ জোনাইল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুল ও তার তার সহধর্মী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন তাদের বিচারের দাবী জানান।বক্তারা আরো বলেন ত্যাগী ও জনপ্রিয় নেতা কর্মিদের সম্মান রক্ষায় বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে