সিংড়ায় এসএসসিতে যৌথভাবে ২য় স্থান অর্জন করেছে তনিমা ও ঋতু

সিংড়া (নাটোর) প্রতিনিধি
এসএসসি পরিক্ষায় সিংড়া উপজেলায় যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে আতিয়া আঞ্জুম ঋতু ও তনিমা জামান। এ বছর নাটোর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় এই ফলাফল অর্জন করায় তারা আনন্দিত। তারা সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এসএসসিতে উপজেলার দ্বিতীয় সর্বোচ্চ মার্ক পাওয়া তনিমা জামান সিংড়া বাজারের ইসলামীয়া লাইব্রেরির স্বত্বাধিকারী তারেকুজ্জামান লিটনের মেয়ে। তার বাড়ি পৌর শহরের পেট্রোবাংলা মহল্লায়। মেয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন লিটন। অপরদিকে মোছাঃ আতিয়া আঞ্জুম ঋতু পৌর শহরের মাদারীপুর মহল্লার ব্যবসায়ী মোঃ আঃ বারী ডাবলুর মেয়ে। তারা দুজনই একই নম্বর (১২৪৫) পেয়ে যৌথভাবে উপজেলার ২য় স্থান অর্জন করেছে। তাদের এ অর্জনে পরিবার ও এলাকাবাসী আনন্দিত।