নলডাঙ্গায় ডাঃ নাসির উদ্দিন তালুকদার ৪৯তম মৃত্যুবার্ষিকী ও স্বরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নাটোরের নলডাঙ্গায় কেন্দ্রীয় বিএনপির নেতা সাবেক উপমন্ত্রী ও বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পিতা ডাঃ নাসির উদ্দিন তালুকদার ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃস্পতিবার দুপুরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর ডাঃ নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ের মাঠে এ স্বরণসভা ও দোয়া মাহফিল হয়।

উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে স্বরণসভায় প্রধান অতিথি ছিলেন,কেন্দ্রীয় বিএনপির নেতা, সাবেক উপমন্ত্রী ও বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

অন্যদের আরও উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাধারন সস্পাদক এ্যাডঃ সাখাওয়াত হোসেন,জেলা বিএনপির নেতা রহিম নেওয়াজ,কাজী শাহ আলম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ,সাধারন সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

এসকে/প্রতিবেদক