লালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত

লালপুর প্রতিনিধি
নাটোর লালপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী দুড়দুড়ীয়া ইউনিয়ন শাখার কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২০ আগস্ট) বিকেলে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুড়দুড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ হামিদুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত নাটোর-১ -লালপুর-বাগাতিপাড়া- আসনের এমপি পদপ্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামাতের সুরা সদস্য মাওলাঃ আকবর আলী- লালপুর উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওঃ আফজাল হোসেন- নাটোর জেলা শিবিরে সাবেক সভাপতি উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি এ্যডঃ মাসুদ রানা- উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ সাজ্জাদুর রহমান উজ্জল- লালপুর ইউনিয়ন আমীর ও ১ নং ওয়ার্ড সদস্য কামারুজ্জামান চঞ্চল- দুড়দুড়ীয়া ইউনিয়ন সাবেক আমীর আঃ সামাদ- নায়েবে আমীর আঃ কুদ্দুস- লালপুর উপজেলা শিবিরের সভাপতি সাব্বির রহমান, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
এসময় ইউনিয়ন জামায়াত ও শিবিরসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।