লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা

লালপুর প্রতিনিধি
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিককের জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় কেশবপুর গ্রামের শুকুর আলীর গুড় তৈরির কারখানায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও ১৫ মণ ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তারের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালিয়ে অবৈধ গুড় তৈরির অপরাধে কারখানা মালিককে জরিমানা করেন।
এবিষয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিকে জরিমানা ও ভেজাল গুড় জব্দ করা হয়েছে। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার জানান, জব্দকৃত গুড় নদীতে ফেলে দেওয়া হয়েছে। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এসকে/প্রতিবেদক