নাটোরে লাইসেন্সকৃত পিস্তলসহ ১১ রাউন্ড গুলি উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক:
    নাটোর শহরের ষ্টেশন কারবালা মোড়ে ময়লা আবর্জনার মধ্যে লাইসেন্সকৃত একটি পিস্তল, ১১রাউন্ড গুলিসহ দুইটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

    রোববার(১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের স্টেশন কারবালা মোড় থেকে ওই অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়।

    পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এক প্রেস ব্রিফিংয়ে জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করি। রোববার রাতে শহরের স্টেশন এলাকায় আশফাকুল ইসলামের বাড়ির সামনে থেকে একটি পিস্তল, ১১রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এই অস্ত্রের লাইসেন্সধারী মালিক আশফাকুল ইসলাম। লাইসেন্স পর্যালোচনায় আমরা জানতে পারি, এ অস্ত্রের সঙ্গে ৫০ রাউন্ড গুলি তার কাছে রয়েছে। এ অস্ত্র দিয়ে তিনি সন্ত্রাসী কায়দায় গত ৫ আগস্ট গুলি চালিয়েছেন। এতে অনেকে আহত হয়েছেন। ওই উদ্ধার হওয়া অস্ত্রটি হারিয়ে গেছে বলে গত ১৪ আগস্ট সদর থানায় একটি মেইল করে জানান তিনি ।

    উদ্ধার হওয়া অস্ত্র বিষয়ে থানায় একটি জিডি করা হবে। যেহুত আরও ৩৯ রাউন্ড গুলি পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে পরবর্তীতে মামলা করা হবে।

    এসকে/প্রতিবেদক